পাবনা প্রতিনিধি: শনিবার বেলা বারোটায় পাবনার চেম্বার অফ কমার্স এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তুষার ফ্লাওয়ার মিলের সত্ত্বাধিকারী লাইজু হোসেন, ছাত্তার ফ্লাওয়ার মিলের সত্ত্বাধিকারী ছাত্তার বিশ্বাস,এআর ফ্লাওয়ার মিলের সত্ত্বাধিকারী আওকাত হোসেন, রানা ফ্লাওয়ার মিলের সত্ত্বাধিকারী রুহুল আমিন বিশ্বাস রানা, হামিদ ফ্লাওয়ার মিলের সত্ত্বাধিকারী জাফর,গোলজার ফ্লাওয়ার মিলের সত্ত্বাধিকারী গোলজার হোসেন,কৃষাণ ফ্লাওয়ার মিলের সত্ত্বাধিকারী আলহাজ্ব সহিত,মর্ডান ফ্লাওয়ার মিলের সত্ত্বাধিকারী তাঁরা বাবু । এছাড়া ঈশ্বরদী বেড়া ও চাটমোহর উপজেলার ময়দা মিল সত্ত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন।