• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের উদ্যোগে  রোজাদারদের মাঝে ইফতার বিতরণ

মিজানুর রহমান পাবনা

পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে  রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

 বৃহস্পতিবার বিকেলে এডওয়ার্ড কলেজর মূল ফটকে প্রায় দেড় শতাধিক রোজাদারদের মাঝে  এসকল ইফতার বিতরণ করা হয়।

সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জোবায়ের বিশ্বাস অন্তু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম আকাশের সঞ্চালনায় উপস্থিত ছিলেন  পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি  মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত, 

সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগে  সহ-সভাপতি নুরুজ্জামান রুপক,রায়হান হোসেন পিয়াস, মিরাজুল হাকিম সৌরভ, যুগ্ম-সাধারণ সম্পাদক আসিফ আরমান দ্বীপ,দেবাশীষ নাগ দীপ,মোবাশশির রহমান তুর্য,নয়ন হাসান জয়,রাকিবুল ইসলাম,মাসুস রানা, সাংগঠনিক সম্পাদক আনহারাফি আহাদ,হাযারুল ইসলাম আলিফ,এন আর আলিফ,জাহিদ হাসান,খালিদ মিয়া,খায়রুল ইসলাম জিহান, শেখ রাসেল হল ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান পলক,সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, ছাত্রনেতা আশিক,সাকিব, সুজাত, বিপ্লবসহ কলেজ ছাত্রলীগের নেত্রীবৃন্দ।

মিজানুর রহমান

পাবনা প্রতিনিধি

২৮ মার্চ ২০২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *