• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় ৫টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের চার সদস্য গ্রেফতার

সংবাদদাতা ॥ পাবনায় একটি মামলার সুত্র ধরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ আন্ত:জেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, গত ৩ জুন নওগাঁ জেলার আসাদুজ্জান নামে এক ব্যক্তির একটি ডিসকভারী মোটর সাইকেল পাবনার চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চত্বর থেকে হারিয়ে যায়। এ ব্যপারে একটি মামলা হলে পুলিশ সেই মামলার সুত্র ধরেই তথ্য প্রযুক্তির সহায়তায় পাবনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাত্র একদিনের মধ্যেই ঐ মোটর সাইকেলসহ ৫টি মোটর বাইক উদ্ধারসহ চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *