• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় সড়ক পরিবহন আইন এবং সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও পথসভা

শহর প্রতিনিধি ॥ ট্রাফিক আইন জানুন, ট্রাফিক আইন মেনে চলুন-এ শিরোনামে পাবনায় অনুষ্ঠিত হয়েছে সড়ক পরিবহন আইন এবং সড়ক নিরাপত্তা বিষয়ক মতবিনিময় ও পথসভা। স্থানীয় পরিবহন শ্রমিকদের মধ্যে সচেতনা সৃষ্টির লক্ষে পুলিশ সুপার মহিবুল ইসলাম খান এ আয়োজন করেন। সকালে জেলা ট্রাক মালিক গ্রুপ কার্যালয়ে এ মতবিনিময় সভায় বক্তব্য দেন ট্রাফিক ইন্সপেক্টর আবু হেনা মোস্তফা নোমান, ট্রাফিক ইন্সপেক্টর মিনহাজ আলী, ট্রাফিক ইন্সপেক্টর আ ফ ম ইফতেখারুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ স¤পাদক রুহুল আমিন বিশ্বাস রানা ও ট্রাফিক ইন্সপেক্টর মো: আব্দুল আলীম খান। পরে বাস টারমিনাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় পথসভা। সেখানে যাত্রী ও পরিবহন শ্রমিকদের ট্রাফিক আইন বিষয়ে অবহিত করা হয়। আলোকবৃন্দদের কথায় একটি বিষয় বারবার উঠে এসেছে, একমাত্র ব্যক্তি পর্যায়ের সচেতনতাই পারে সড়কের দুর্ঘটনা প্রতিরোধ করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *