• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় শুরু হচ্ছে চারদিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

সংবাদদাতা ॥ পাবনায় ১৫ই জুন থেকে শুরু হচ্ছে চারদিন ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যা¤েপইন। এ উপলক্ষে গতকাল সকালে স্থানীয় সিভিল সার্জনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানান, জেলায় এবার ১৮১৬টি অস্থায়ী ক্যা¤েপ ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ৩ লাখ ৯৪ হাজার শিশুকে। এছাড়াও এবার প্রতিবন্ধী শিশুদের আলাদা ভাবে সনাক্ত করে নিবন্ধন করারও উদ্যোগ নেয়া হয়েছে। ১৯ জুন শেষ হবে এ ক্যা¤েপইন। সংবাদ সম্মেলনে পাবনায় কর্মরত বিভিন্ন ইলেক্টনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *