নিজস্ব সংবাদদাতা ॥ পাবনা সদর উপজেলার রামানন্দপুর একটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে স্থানীয়দের সাথে নিয়ে এ রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। উদ্বোধন শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বক্তব্যকালে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উন্নয়নের জন্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আবদুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হীরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, যুবনেতা আবদুল´াহ আল মামুন সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।