আব্দুল কাইউম ॥ “একটাই পৃথিবী” প্রকৃতির ঐকতানে টেকসই জীবন” আলোচ্য প্রতিপাদ্য ও কর্মসূচি নিয়ে পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসনের সভাপতিত্বে গতকাল বিশ্ব পরিবেশ দিবসে জেলা প্রশাসন কর্যালয় থেকে র্যালি, বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ অধিদপ্তর পাবনা আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশে অধিদপ্তর পাবনার পরিচালক মোঃ নাজমুল হোসাইন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতার, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আব্দুল্লাহ আল মামুন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) প্রতিনিধি আব্দুল হামিদ খান, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিঃ ফ্যাক্টারি ম্যানেজার আবু মুছা মোঃ মনিরুল ইসলাম, বৃক্ষ প্রেমি কর্মী নুরুল ইসলাম কামাল,এনজিও প্রতিনিধি সি.সি ডি বি’র আঞ্চলিক ব্যবস্থাপক ড্যনিশ মারান্ডি ,দৈনিক বনিক বার্তা পাবনা প্রতিনিধি শহ খন্দকার শফিউল আলম, অনুষ্ঠানে
আমন্ত্রিত সুধি জনেরা অভিযোগ করেন, অতিরিক্ত কার্বন নিঃসরণ, শব্দ দুষন, জলবায়ু পরিবর্তনের প্রভাব, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, ফিটনেস বিহীন মটরজানের কালো ধোঁয়া শিল্প প্রতিষ্ঠান রাসায়নিক বর্জ্য, পলিথিন এর ব্যবহর, বালাইনাশক এর অবাধ ব্যবহার,প্রতিরোধে আইনানুগ পদক্ষেপ গ্রহণের জোড় দাবী জানান।