• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় প্রায় ৩০ লাখ ডোজ করোনার টিকা প্রদান

শহর প্রতিনিধি ॥ পাবনায় ২৯ লাখ ৮৪ হাজার ৭২০ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজ দেয়া হয়েছে ২১ লাখ ৯৪ হাজার ৬৩৩ জনকে। টিকা পেয়েছেন মোট জনসংখ্যার ৭৩ দশমিক ৫৩ শতাংশ, দ্বিতীয় ডোজ টিকা দেয়া ২০ লাখ ২০ হাজার ২২৫ জনকে। টিকা পেয়েছেন মোট জনসংখ্যার ৬৭ দশমিক ৬৮ শতাংশ। আর তৃতীয় ডোজ টিকা দেয়া হয়েছে ৩ লাখ ১২ হাজার ৪১১ জনকে। টিকা পেয়েছেন মোট জনসংখ্যার ১০ দশমিক ৪৭ শতাংশ। পাবনার সিভিল সার্জন ডা মনিসর চৌধুরী জানান, পাবনায় প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহনের হার অত্যন্ত সন্তোষজনক। তবে করোনা মহামারী কমে আসায় মানুষের মধ্যে তৃতীয় ডোজ টিকা নেয়ার আগ্রহ কিছুটা কম। তবে পর্যাপ্ত টিকা মজুদ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *