• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা ॥ পাবনা সদর উপজেলার বহলবাড়ীয়া থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল বিকাল সাড়ে ৪ টার দিকে র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা, র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে বহলবাড়ীয়া এলাকার মৃত কুদ্দুস সরদার এর ছেলে মোঃ ওমর সরদার (২৫) কে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৫০০ গ্রাম অবৈধ নেশা জাতীয় মাদক দ্রব্য গাঁজা, মোবাইল-০১ টি, সীম-০২টি, নগদ-৩৩০/- টাকা উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবত গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য নিজ এলাকাসহ বিভিন্নœ এলাকায় বিক্রয় করে আসছিল বলে জানায় র‌্যাব। এ ব্যাপারে পাবনা সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *