• Thu. Oct 3rd, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় কৃষি আবহাওয়া ও তথ্য পদ্ধতি উন্নতিকরণ বিষয়ক রোভিং সেমিনার

আব্দুল কাইউম ॥ কৃষি আবহাওয়া তথ্য- প্রদ্ধতি উন্নতিকরণ এই প্রতিপাদ্য নিয়ে পাবনা জেলার ৯ টি উপজেলার ২০০ জন সচেতন কৃষকদের সমন্বয়ে অতিরিক্ত উপ-পরিচালক মোঃ আব্দুল লতিফের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উদ্যোগে গতকাল ১৪ জুন মঙ্গলবার সকাল ১১ টায় খামারবাড়ি পাবনার অফিস চত্বরে কৃষি আবহাওয়া তথ্য প্রদ্ধতির উন্নতি করণ শীর্ষক আলোচনা সভা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড.মোঃ সাইফুল আলম। আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের সাথে সামঞ্জস্যপূর্ণ নতুন কৃষি জাত উদ্ভাবন ও ব্যাবস্হাপনার বিষয়ে যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণের অপরিসীম গুরুত্ব স্বীকার করে তিনি জানান
সাম্প্রতিক কালে অতিরিক্ত তাপদাহ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কৃষি শিল্পো বিকাশে প্রধান অন্তরায় হিসাবে চিন্তিত হয়েছে। উপর্যপরি বৃক্ষ নিধন ও যত্রতত্র গড়ে উঠা শিল্প
প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য কৃষি ক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার এবং বালাইনাশকের ব্যবহারে মাটির সাস্থ ক্ষতি হচ্ছে এসবের পরিত্রাণের জৈব কৃষি, বালাইনাশক এর পরিমিত ব্যবহার কৃষি বনায়ন এর উপর গুরুত্ব দেওয়া হয়। কৃষি বান্ধব সরকারের কৃষি ভিত্তিক বিভিন্ন প্রযুক্তি গত সুযোগ সুবিধা ও সরকারি পৃস্টপোষকতার
কথা উল্লেখ করে পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোকৌশলী সুমন চন্দ্র কুন্ডু জানান আবহাওয়া তথ্য প্রদ্ধতির
উন্নতিকরণ বিযয়ক কৃষি প্রশিক্ষণ কর্মশালা ও আলোচনা অনুষ্টান সফল ও সার্থক কৃষককে সচেতন করতে তিনি বলেন ক্লাইমেট স্মার্ট কৃষি চর্চা, জৈব কৃষি কথা জানান । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপপরিচালক শস্য, মোঃ রোকনুজ্জামান
আঞ্চলিক কৃষি তথ্য ও যোগাযোগ বিশেষজ্ঞ, প্রশান্ত কুমার সরদার, উপ-পরিচালক হর্টিক্যালচার টেবুনিয়া পাবনা, গোলাম ফারুক হোসেন, চরতারাপুর ইউনিয়ন পরিষদ, সিদ্দিকুর রহমান চেয়ারম্যান কৃষক লীগ সাধারণ সম্পাদক দেওয়ান মাজাহারুল ইসলাম,
সলিমপুর ইউনিয়ন পরিষদ, আব্দুল মজিদ চেয়ারম্যান ঈশ্বরদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশান্ত কুমার সরকারসহ কর্মকর্তা বৃন্দ। সেমিনারে আম লিচু পিয়াজ সংরক্ষণ’র জন্য হিমাগার ও সয়েল টেস্ট জন্য মাটি পরীক্ষাগার ইউনিট স্থাপনের সুপারিশ করেন অনুষ্ঠানের বক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *