• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় অস্বচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে সততা সংঘের পুরুস্কার ও বৃত্তি প্রদান

পিপ : দুর্নীতি দমন কমিশন, পাবনা সমন্বিত কার্যালয়ের উদ্যোগে অস্বচ্ছল মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে সততা সংঘের পুরুস্কার ও বৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ের সেমিনার কক্ষে জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোঃ খায়রুল হক ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরণ ও বৃত্তির টাকা প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পাবনা প্রেসক্লাব সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এবিএম ফজলুর রহমান, দুদকের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর, উপ-সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, পাবনা প্রেসক্লাব সহ-সভাপতি শহিদুর রহমান শহিদ, পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ প্রমুখ। অনুষ্ঠান শেষে জেলার (২য় পাতায় দেখুন)
(শেষ পাতার পর) বিভিন্ন উপজেলা থেকে ১৮ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ৬ হাজার করে বৃত্তি প্রদান করে অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *