মিজানুর রহমান ঃ পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নে একটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সদস্য ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
শনিবার দুপুরে ইউনিয়নটির মজিদপুর হতে নারায়ণপুর পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন তিনি। রাস্তাটির ব্যয় ধরা হয়েছে ৮৭লক্ষ টাকা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কামরুল, সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি, উপসহকারী প্রকৌশলী সারোয়ার হোসেন, মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন সরদার আলা, সাধারণ সম্পাদক আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা রকিব রানা, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হোসেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমদ শরীফ ডাবলু, সহ-সভাপতি ফিরোজ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফ, সাধারণ সম্পাদক ইব্রাহিম, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি রুবেল হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।