• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনার  বুদের হাট ১ কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করলেন -এমপি প্রিন্স 

মিজানুর রহমান, পাবনা 

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুদের হাট ১ কোটি টাকা ব্যয়ে একটি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে পাবনা মেডিকেল কলেজ মোড় হইতে বুদের হাট বাজার পর্যন্ত এ রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

উদ্বোধন কালে এমপি প্রিন্স বলেন, যোগাযোগ ব্যবস্থা একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত। সেই লক্ষ্যে সেই লক্ষ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধন করেছেন।

তিনি আরো বলেন, সড়ক মহাসড়ক ও আঞ্চলিক স্বরূপ উন্নয়নের পাশাপাশি গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সরকার ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এর সুফল আমাদের অর্থনীতি প্রতিফলিত হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক হীরক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি,  উপ-সহকারী প্রকৌশলী জিন্নাহ, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর এ এইচ এম আরেফিন রুবেল,১৫ নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন,১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান হিরোক ,সৎসঙ্গে  কমিটির আহ্বায়ক গোপীনাথ কুন্ডু, ছাত্রলীগ নেতা সুমন, রকি,মুকুল, স্বাক্ষরসহ স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিজানুর রহমান

পাবনা সংবাদদাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *