• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনার টেবুনিয়া হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এস এস সি -২০২২ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : বিপুল আনন্দ- উচ্ছাসের মধ্য দিয়ে গতকাল ২রা জুন টেবুনিয়া হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এস সি -২০২২ পরীক্ষার্থীদের বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বেলা ১২ টায় বিদ্যালয় চত্বরে বিশাল প্যান্ডেলে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এ্যাড. তোসলিম হাসান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন পাবনা- সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এ বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল (৩য় পাতায় দেখুন)
(১ম পাতার পর)আলম তৈাফিক, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার আহমেদ শরিফ ডাবলু, বাংলাদেশ পরিবেশ আন্দোলন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হামিদ খান ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শবনম মুশতারি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষিকা সালমা সুলতানা।
প্রধান অতিথির বক্তব্যে নাদিরা ইয়াসমিন জলি এমপি বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মনযোগ সহকারে কঠোর অধ্যাবসায়ের মধ্য দিয়ে প্রত্যেককে উচ্চ শিক্ষার ভিত রচনা করতে হবে। বিদ্যালয়ের নানা সমস্যা সমাধানে সাধ্যমত সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সভাপতির বক্তব্যে এ্যাড. তোসলিম হাসান সুমন বলেন, লেখাপড়া শিখে শুধু ভাল রেজাল্ট করলেই হবে না, তোমরা লেখা পড়া শিখে একেকজন মনুষ্যত্ব বোধসম্পন্ন মানুষ হবে, আমি এটাই চাই। তিনি বলেন, নারীদের জেগে উঠতে হবে, যাতে পুরুষরা অবজ্ঞা করতে না পারে, পুরুষের দ্বারা যাতে নির্যাতিত – লাঞ্চিত হতে না হয়। সবশেষে গানে গানে সাজনো এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি ঘটে এ বিদায় অনুষ্ঠানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *