• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনার চরতারাপুরে কৃষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা

১২-০৭-২০২৩

নিজস্ব প্রতিনিধি : পাবনা সদর উপজেলা চরতারাপুরে হাসঁ জমিতে যাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুর রহমান শেখ (৪২) নামের এক কৃষককে হত্যাচেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ জুলাই) রাতে পাবনা সদর থানায় একটি লিখিত এজহার দায়ের করেন।  শনিবার( ০৮ জুলাই) বিকেলে চরতারাপুর ইউনিয়নের ভাদুড়ীয়াডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আব্দুর রহমান ভাদুড়ীয়াডাঙ্গীর মৃত ওসমান শেখের ছেলে। তিনি কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের কয়েকটি পাতিহাঁস মিন্টু নামের একজনের জমিতে যায়। এসময় হাঁস নিয়ে যেতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে শুকচর গ্রামের মফাই মন্ডলের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল, দারোগ আলী মন্ডলের ছেলে রেজাউল মন্ডল,  দারোগ মন্ডলের ছেলে মিন্টু মন্ডল,  দারোগ মন্ডলের ছেলে সোহেল মন্ডল, মফাই মন্ডলের ছেলে সিদ্দিক মন্ডল, মফাই মন্ডলের ছেলে রাসেল মন্ডল, সাদেক মন্ডলের ছেলে মনি মন্ডল, সাদেক মন্ডলের ছেলে মাহতাব মন্ডল, ওহাব মন্ডলের ছেলে পলাশ মন্ডল, ওহাব মন্ডলের ছেলে শিপন মন্ডল, রেজাউল মন্ডলের ছেলে সাঈদ মন্ডলসহ বেশ কয়েকজন আব্দুর রহমানের উপর অতর্কিত হামলা করে।  এসময় আব্দুর রাজ্জাক দেশীয় অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। 

এসময় স্থানীয়রা আব্দুর রাজ্জাককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, আমার কয়েকটি পাতিহাঁস মিন্টুর জমিতে গেলে তারা আমাকে অশ্লিল ভাষায় গালিগালাজ করে। এসময় আমি নিষেধ করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে হামলা করে। ধারালো ছুরি দিয়ে হত্যার চেষ্টা চালায়। কোন রকম প্রাণে রক্ষা পাই। প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। শুধু এখনকার ঘটনা তা নয়। এরা এলাকার অনেক নিরিহ মানুষের বিরুদ্ধে অত্যাচার চালায়। ক্ষমতার দাপটে আমাকে এর আগেও হুমকি দিয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আব্দুর রাজ্জাক মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। 

পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে লিখিত এজাহার পেয়েছি। মামলা পক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *