• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনার আমিনপুরে ডাকাতি

পাবনার আমিনপুরে ডাকাতির প্রস্তূতিকালে ডাকাত দলের মহিলা সদস্যসহ ৫জনকে গ্রেপ্তার করেছে আমিনপুর থানা পুলিশ।বৃহঃ(১২ই অক্টোবর) রাত ১ টায় দিকে আমিনপুর থানা এলাকার বাধেরহাট রেল স্টেশন থেকে তাদের গ্রেপ্তার করেন পুলিশ।

গ্রেপ্তারকৃতরা,হলেন,আমিনপুর থানা এলাকার হরিদেবপুর গ্রামের মোসারফের ছেলে সেলিম মোল্লা,নয়াবাড়ী গ্রামের ইসহাকের ছেলে রাকিব খাঁ,আহম্মদপুর গ্রামের মুক্তারের ছেলে জাহাঙ্গীর(শাহীন),সুইচগেট  এলাকার মজনুর মেয়ে জান্নাতুল মাওয়া,কাবাসকান্দা গ্রামের রাজেক শেখের ছেলে জুয়েল শেখ।এসময় তাদের কাছ থেকে চাকু, লোহার রড,প্লাস্টিকের পাইপ ও দড়ি উদ্ধার করেছে পুলিশ।এ বিষয়ে আমিনপুর থানায় দ্রুত বিচার আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *