• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় ৩০শে জুলাই জামায়াতের বিক্ষোভ-সমাবেশ 

২৭-৭-২০২৩

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে আগামী রোববার (৩০ জুলাই) পাবনা শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা চেয়ে পাবনার পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন করেছে জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা। বুধবার (২৬ জুলাই) দুপুরে পাবনা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট এয়াহিয়া খানের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসাইন স্বাক্ষরিত একটি আবেদনপত্র পুলিশ সুপার কার্যালয়ে পৌঁছে দেন। লিখিত আবেদনে বলা হয়, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে চায় জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখা। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে দুপুর ২ টায় চাপা মসজিদ থেকে ইন্দ্রারা মোড় হয়ে দই বাজারে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ করা হবে। আবেদনে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়নে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে। আবেদনপরবর্তীতে পুলিশ সুপার কার্যালয়ের সামনে আইনজীবী অ্যাডভোকেট এয়াহিয়া খান সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার নেতাকর্মী ও আলেম-ওলামাদের মুক্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং সাংবিধানিক অধিকার সভা-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে আগামী ৩০ জুলাই বিক্ষোভ মিছিল করবে পাবনা জেলা জামায়াতে ইসলামী। তাদের প্রতিনিধি হয়ে আমরা পুলিশ সুপার কার্যালয়ে আবেদনটি জমা দিতে আসছি। আমাদের অনুমতির বিষয়ে আশ্বস্ত করেছেন। তারা বলেছেন যদি শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে পারেন তাহলে বিষয়টি এসপি স্যারের সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *