• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় ২০২৩ সালে শতভাগ কর্মদিবসে উপস্থিত থাকা সহকর্মীদের স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড আর্থিক পুরস্কার ও সংবর্ধনা

এস এম আলম, ২৭ মার্চ: পাবনায় ২০২৩ সালে শতভাগ কর্মদিবসে
উপস্থিত থাকা সহকর্মীদের আর্থিক পুরস্কার ও সংবর্ধনা দিয়েছে
স্কয়ার টয়লেট্রিজ এবং স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেড। এ উপলক্ষে
সকালে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মাতৃছায়া ক্যান্টিনে
প্রতিষ্ঠানের পাবনা প্লান্টের পরিচালক মো: আব্দুল খালেকের সভাপতিত্বে
এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মহাব্যবস্থাপক
মো: আবু তাহের, স্কয়ার ফুড এন্ড বেভরেজ লিমিটেডের হেড অব
ফ্যাক্টরী আবু মুসা মো: মনিরুল হাসান, স্কয়ার টয়লেট্রিজ
লিমিটেডের মানবস¤পদ বিভাগের ব্যবস্থাপক হারুনুর রশিদ ও ফুড এন্ড
বেভারেজ লিমেটেডের মানবস¤পদ বিভাগের ব্যবস্থাপক মো: দেলোয়ার
হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের সহকর্মীরা। পরে উভয় প্রতিষ্ঠানের ৪২৮
জন শতভাগ উপস্থিত সহকর্মীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *