এস এম আলম, ১৫ অক্টোবর: পাবনায় ১১শ৪১টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১০১৭টি বিদ্যালয়ে বিশুদ্ধ পানি এবং ৫৪১ বিদ্যালয়ে নির্মান করা হয়েছে ওয়াশ ব্লক। প্রায় ৬৪ শতাংশ বিদ্যালয়ে নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্য সম্মত শিক্ষার পরিবেশে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ তথ্য জানান। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ডি এম হাসিবুল বেনজীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম এর আগে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। র্যালীতে আরও অংশগ্রহণ করেন ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, ওসাকার পরিচালক মাজহারুল ইসলাম সহ স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।