• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডেরপৃষ্টপোষকতায় চলছে নৌকা বাইচ প্রতিযোগিতা


এস এম আলম, ২০ সেপ্টেম্বর: স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের
পৃষ্টপোষকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে পাবনার
আটঘরিয়া উপজেলার গরুরী গ্রামের চিকনাই নদীতে চলছে নৌকা
বাইচ প্রতিযোগিতা। বিকেলে গ্রুপ পর্যায়ের এ প্রতিযোগিতায়
১০টি বাইচ দল অংশগ্রহন করে। তীব্র প্রতিদ্বন্দিতাপুর্ন এ নৌকা
বাইচে বিজয়ী হয় চান্দাই জনতা এক্সপ্রেস, শেরে বাংলা এক্সপ্রেস,
গোল্ডেন এক্সপ্রেস, জমাইখিরি গোবিন্দপুর এক্সপ্রেস ও হাদল দুরন্ত
এক্সপ্রেস। ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন স¤পাদক আবুল কালাম
আজাদ মিন্টু, আটঘরিয়া পৌর মেয়র শহিদুল ইসলাম রতন , উপজেলা
চেয়ারম্যান তানভীর ইসলাম সহ উৎসব মুখোর পরিবেশে বিপুল সংখ্যক
দর্শক এ নৌকা বাইচ উপভোগ করেন। রুচির সৌজন্যে এ
প্রতিযোগিতায় পাবনা ও সিরাজগঞ্জের মোট ১৫ টি দল অংশ গ্রহন
করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *