• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী পালিত

এস এম আলম, ৬ সেপ্টেম্বর: পাবনায় নানা আনুষ্ঠানিকতায় পালিত
হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী। এ উপলক্ষে
সকালে জেলার শ্রী শ্রী জয়কালী বাড়ি মন্দির থেকে এক বিশাল বর্ণাঢ্য
শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এর আগে
মন্দির চত্বরে জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অজয় কুমার দাসের
সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, পুলিশ সুপার আকবর আলী মুনসী.
অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, হিন্দু বৌদ্ধ ঐক্য
পরিষদের জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী,
জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদুজ্জামান
দোলন, সদর উপজেলা কমিটির সভাপতি প্রভাস চন্দ্র ভদ্র, সাধারন স¤পাদক
কোমল চন্দ্র ঘোষ, জেলা পুজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক স¤পাদক
অচিন্ত্য কুমার ঘোষ, জেলা পুজা উদযাপন পরিষদের সদস্য উত্তম কুমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *