• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় শিক্ষার্থীদের গাছের চারা ও এতিম প্রতিবন্ধীদের খাবার বিতরণ করলেন রাষ্ট্রপতি পুত্র আরশাদ আদনান রনি

১৪-০৮-২০২৩

শামীম আহমেদ ভ্রামমান প্রতিনিধি ডেস্ক রির্পোট ঃ-
: শেখ হাসিনা ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচী বাস্তবায়নে পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন রাষ্ট্রপতি পুত্র, কেন্দ্রীয় আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশাদ আদনান রনি। এছাড়াও তার দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাবার বিতরণ করেন তিনি।
সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার দুবলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে সহ¯্রাাধিক শিক্ষার্থীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেন আরশাদ আদনান রনি। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন গাছের নামের সাথে পরিচয় করিয়ে দেন। পরে বিদ্যালয় চত্বরে একটি গাছের চারা রোপন করেন তিনি।

এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রফিকুল আলম গাফফারী রাসেল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আলহাজ্ব হোসেন জয়, স্বেচ্ছাসেবকলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কেএম ইমতিয়াজ মামুন সহ অনেকে।

এরপর মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পিতা শারফুদ্দিন আনসারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে পাবনা মানব কল্যাণ ট্রাস্টে দোয়া মাহফিলে অংশ নেন আরশাদ আদনান রনি। পরে তিনি সেখানে দেড় শতাধিক এতিম, দুস্থ্য ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করেন। এ সময় জেলা ও সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *