মিজানুর রহমান, পাবনা প্রতিনিধি:
পাবনায় শহীদ হামিদ-দিলু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে স্থানীয় যুব সমাজের উদ্যোগে লাইব্রেরী বাজার এলাকায় অবস্থিত গ্রীন লীফ কিন্ডারগার্টেন এর মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সুইট।
এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন শেখ লালু, ব্যবসায়ী আব্দুল বারেক, বিশিষ্ট ইসলামিক বক্তা মাওলানা আমজাদ হোসেন জিহাদী,ডাক্তার ইব্রাহিম হোসেন, ব্যবসায়ী সোলায়মান হোসেন,জেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-প্রচার সম্পাদক আদনান আল মাহফুজ চমন, সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ রাসেল, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শেখ ফায়সাল হোসেন, ,এডওয়ার্ড কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম গাজী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুরাদ, সাবেক সহ-সভাপতি এহসানুল হক বনিসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠিত খেলায় মোট ১০ টি দল অংশগ্রহণ করবে।
আর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শেখ আল নাসের ফুটবল ক্লাব ও ডিমন সেভেন ফুটবল ক্লাব।