• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পরিবেশ অধিদপ্তরের পাবনার আয়োজনে ও রাধানগর মজুমদার একাডেমির সহযোগিতায়  শব্দ দূষণ নিয়ন্ত্রণে অংশীদারিত্বমূলক প্রকল্পের  আওতায়  ১১ অক্টোবর ২০২৩ বুধবার সকালে  শিক্ষার্থদের জন্য দুইটি এবং পরিবহন চালক /শ্রমিকদের একটি শব্দসচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালা  অনুষ্ঠিত হয়। 

সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর পাবনার মোঃ নাজমুল হোসাইন এর সঞ্চালনায় ও

রাধানগর মজুমদার একাডেমির অধ্যক্ষ   

মোঃ আফজাল হোসেন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর কার্যালয় এর উপ-পরিচালক (উপসচিব)  স্থানীয় সরকার শাখা পাবনা মোঃ সাইফুল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পাবনা মোঃ জিয়াউর রহমান,সিভিল সার্জন পাবনা ডাঃ শহীদুল্লাহ দেওয়ান, জেলা শিক্ষা অফিসার মোঃ রোস্তম আলী হেলালী,সহকারী পরিচালক বিআরটিএ পাবনা মোঃ আব্দুল হালিম।

উক্ত অনুষ্ঠানে শব্দ দূষণ নিয়ন্ত্রণে বক্তারা শব্দ দূষণ আইন বিষয়ক বিভিন্ন দিক আলচনা করেন এবং শব্দদূষণ এর কুফল তুলে ধরেন এবং আগত প্রশিক্ষনার্থীদের শব্দ দূষণ জনিত অপরাধ থেকে বিরত থাকতে পরামর্শ দেন ও দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ব্যপারে আলোকপাত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *