• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় রাজশাহীর প্রখ্যাত চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী হত্যার প্রতিবাদে মানব বন্ধন

এস এম আলম, ৩০ অক্টোবর: রাজশাহীর প্রখ্যাত চিকিৎসক ডা. গোলাম কাজেম আলী হত্যার প্রতিবাদে মানব বন্ধন করেছে পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। সকালে পাবনা জেনারেল হাসপাতাল চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বক্তব্য দেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান, পাবনা মেডিক্যাল কলেজের সহকারী অধ্যাপক ডা. আখতারাল আলম আজাদ, ডা. ইকতেদার রহমান ও ডা. বিপ্লব কুমার সাহা। উপস্থিত ছিলেন জুনিয়র কনসালেন্ট কার্ডিওলজি ডা.শাহরিয়ার কবীর, চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামান, ডা. রাকিবুল করীম চর্মরোগ সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *