• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

২৭ মার্চ ২০২৪

মিজানুর রহমান, পাবনা 

পাবনায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে দিবসটির প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।

পরে  পাবনা প্রেসক্লাব, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখাসহ একাধিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া দিনব্যাপী নানা কর্মসূচি মধ্য দিয়ে পালিত হয়েছে দিবস টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *