• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত

০৪-০৮-২০২৩
এস এম আলম, ৩ আগস্ট: উন্নত প্রজাতির আরবি খেজুর ও তালগাছের
চারা উৎপাদন, রোপন, পরিচর্চা ও বজ্রপাত বিষয়ে জনসচেতনতা সৃষ্টির
লক্ষে পাবনার বাংলাদেশ চিনি শষ্য গবেষনা ইনষ্টিটিউটের উদ্যোগে
অনুষ্ঠিত হয়েছে মাঠ দিবস ও কৃষক প্রশিক্ষন। গতকাল দুপুরে নাটোরের
মাঝদিঘা গ্রামে আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন
প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. ওমর আলী। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা
মো: হাসিবুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন
ইনষ্টিটিউটের পরিচালক ইসমৎ আরা, বৈজ্ঞানিক কর্মকর্তা
বিএসআরআই ঈশ^রদী সাইয়ুম হোসেন। অনুষ্ঠানে তাল গাছের
পাশপাশি আরবি উন্নত প্রজাতীর খেজুর উৎপাদন, চারা তৈরি ও এর
অর্থনৈতিক সম্ভাবনা স¤পর্কে কৃষকদের ধারনা দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *