এস এম আলম, ২৬ সেপ্টেম্বর: পদোন্নতি, পদসৃজন, স্কেল আপ-
গ্রেডেশন সহ আন্ত: ক্যাডার বৈষম্য নিরসনের দাবীতে পাবনায় সংবাদ
সম্মেলন করেছে বিসিএস সাধারন শিক্ষা সমিতি, পাবনা জেলা
কমিটি। সকালে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মেলনে বক্তব্য দেন,
বিসিএস সাধারন শিক্ষা সমিতির জেলা কমিটির সভাপতি ড. আব্দুল
মজিদ, বিসিএস সাধারন শিক্ষা সমিতির সাধারন স¤পাদক সিরাজুল
ইসলাম মুরাদ, সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষক সমিতির স¤পাদক
প্রফেসর মাহবুব হাসান, সরকারী এডওয়ার্ড কলেজের শিক্ষক সমিতির
যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম।