• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ ও চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক, পাবনা: পাবনা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে অনগ্রসর জনগোষ্টীর জীবনমান উন্নয়নে ৫০ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সনদ ও চেক বিতরণ করা করা হয়েছে। 

বুধবার দুপুরে পাবনা জেলা সমাজ সেবা কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সুত্রে জানা গেছে, ৫০ দিন ব্যাপী এই প্রশিক্ষণে ৫০ জন অংশ গ্রহন করেন। প্রত্যেককে ১০ হাজার টাকার চেক দেয়া হয়। সমাজ সেবা কার্যালয়ের পক্ষ থেকে প্রশিক্ষার্থীদের সনদ দেয়া হয়।  

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক মো. রাশেদুল কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় সমাজ সেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান. সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, সংবাদ পত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খান, মাছরাঙ্গা টিভির উত্তরাঞ্চলের ব্যুরো চিফ উৎপল মির্জা, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম সরোয়ার, আসাফ উদ দৌলা, টিএসটির সিনিয়র ইনেস্টাকট্রর মো.শাহ আলম প্রমূখ।  

অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়নে সরকার ব্যাপক কর্মসুচী গ্রহন করেছে এ্রই ধারাবাহিকতায় এই প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে থাকলে কাজ হবে না। এটাকে ব্যবহার করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *