• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় পিঠা উৎসব অনুষ্ঠিত

█ পাবনা অফিস
গ্রাম বাংলার হারানো লোকজ সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে শহরের উপকন্ঠ জালালপুর ম্যাকস স্কুল এন্ড কলেজের উদ্যোগে দিনব্যাপী পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। রোববার দিনব্যাপী ম্যাকস স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুষ্ঠানে খন্দকার তবিবুর রহমান ফরহাদের সভাপতিত্বে ও ম্যাকস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইমরোজ খন্দকার বাপ্পি ও জালালপুর ম্যাকস স্কুল এন্ড কলেজের জালালপুর এবং একদন্ত শাখার অধ্যক্ষ ইব্রাহিম খলিলসহ সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা ও অভিভাববৃন্দ উপস্থিত ছিলেন। পরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এবিএম ফজলুর রহমান
স্টাফ রির্পোটার, পাবনা অফিস
০৬ নভেম্বর, ২০২৩ ইং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *