• Wed. Oct 9th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় পালিত হয় নাই হরতাল

পাবনা প্রতিনিধি : দেশব্যাপী বিএনপি-জামায়াতের ঢাকা হরতাল পাবনায় পালিত হয় নাই । মানুষের জীবনযাত্রা ছিল স্বাভাবিক। শান্তি ও উন্নয়ন সমাবেশ করছে আওয়ামী লীগ। হরতালেরর সমর্থনে কোন দলকে প্রিকেটিং করতে দেখা যায়নি।
রবিবার সকাল-সন্ধ্যা হরতালে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নাই। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, ব্যাংক, বীমা, দোকানসহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ছিল খোলা। দুর পাল্লার বাস ছাড়া রেল, সিএনজি, অটোরিক্সা চলাচল করছে স্বাভাবিক ভাবে। নিরাপত্তা আইনশৃঙ্খনা বাহিনী ছিল সর্তক।
রোববার দুপুওে শহরের আব্দুল হামিদ সড়কে বিএনপি জামাতের নৈরাজ্যে প্রতিবাদে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ।
সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীরা সমবেত হয় এবং শান্তি সমাবেশ করে।
শান্তি সমাবেশে বক্তব্য রাখেন পাবনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগ নেতা শাওয়াল বিশ^াস, মোস্তাফিজুর রহমান সুইট, মোশারোফ হোসেন, সোহেল হাসান শাহীন, আনিসুজ্জামান দোলন, মোস্তাক আহমেদ আজাদ, যুবলীগ নেতা আলী মর্তুজা বিশ^াস সনি, শিবলী সাদিক, শ্রমিক লীগের সভাপতি ফোরকান আলী, স্বেচ্ছা সেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক রাব্বিউল সিমান্ত প্রমূখ।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, জেলার কোথাও কোন অপ্রীতির ঘটনা ঘটে নাই।

রফিকুল ইসলাম সুইট
পাবনা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৩

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *