• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরনের প্রক্রিয়া নিয়ে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

এস এম আলম ঃ নিরাপদ খাদ্য উৎপাদন এবং বাজারজাতকরনের প্রক্রিয়া নিয়ে পাবনায় অনুষ্ঠিত হয়েছে গোল টেবিল বৈঠক। সকালে স্থাানীয় খামারবাড়ি মিলনায়তনে একটি বেসরকারী সংস্থাার উদ্যোগে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. জামাল উদ্দিন, প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভলপমেন্টের নির্বাহী পরিচালক মো: শফিকুল আলমের সভাপতিত্বে এ সভায় বক্তব্য দেন জেলা প্রানীস¤পদ কর্মকর্তা আল মামুন হোসেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাশেদুল কবির, ইক্ষু গবেষনা ইন্সটিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শামস তাবরীজ, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান ও মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুারো প্রধান উৎপল মির্জা । এসময় উপস্থিাত ছিলেন পাবনা প্রেসক্লাবের স¤পাদক সৈকত আফরোজ আসাদ, প্রেসক্লাবের সহ-সভাপতি মো: শহিদুর রহমান শহীদ, সাবেক স¤পাদক আখিনুর ইসলাম রেমন, সাবেক সহ-সভাপতি আক্তারুজ্জামান আক্তার, দৈনিক ইছামতির নির্বাহী স¤পাদক মোস্তফা সতেজ, দৈনিক সিনসার স¤পাদক এস এম মাহবুব আলম, ডেইলী স্টারের জেলা প্রতিনিধি আহমেদ তপু, অনলাইন পত্রিকা ’নতুন চোখ’ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, একুশে টিভির জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমী, সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকী, এটিএন নিউজের জেলা প্রতিনিধি রিজভী জয়, ৭১ টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাসেল, চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি শাহীন রহমান, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি জি কে সাদী ও যায়যায় দিনের জেলা প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকী। বৈঠকে কৃষি বিজ্ঞানী, এনজিও প্রধান ও সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *