• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় ট্রাফিক পুলিশের দায়িক্ত পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা

মোঃ সিয়াম : পাবনাতে শতাধিক স্বে”ছাসেবক স্বপ্রণোদিত হয়ে শহরে পরি”ছন্নতা ও ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শিক্ষার্থীদের প্রশংসিত এ কার্যক্রমে পাবনা শহরে স্বস্তি নেমে এসেছে। শহর ঘুরে দেখা যায়, পাবনা শহরের শহীদ চত্বর ও ইন্দ্রারা মোড়সহ বিভিন্ন জায়গায় বেশ কিছু তরুণ তীব্র

রোদের মধ্যে পরিবহনের শৃঙ্খলা নিয়ে কাজ করছে। তারা সবাই বিভিন্ন স্বে”ছাসেবী সংগঠনের সদস্য এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী। পথচারী মাহমুদুল হাসান জানান, পাবনা শহরের বড় বাজার রোড ও হামিদ রোড হসাপতাল রোডসহ শহরের বিভিন্ন স্থানে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন পরিবহনের ভিড়ে যানজট লেগে থাকে। মঙ্গলবার এবং বুধবার চলমান পরি¯ি’তির কারণে পাবনা শহরের কোথাও পুলিশ বিভাগ এবং ট্রাফিক বিভাগের লোকজন দেখা যাচ্ছে না। পাবনার তরুণদের প্রচেস্টায়, পাবনার প্রধান দুটি সড়কে এখন পর্যন্ত যানজট দেখা যাচ্ছে না। তরুণদের এমন উদ্যোগে আমরা পুলকিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *