এস এম আলম, ২৮ এপ্রিল: স্মার্ট লিগ্যাল এইড,স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যে পাবনায় পালিত হয়েছে জাতীয় আইন সহায়তা দিবস। এ উপলক্ষে সকলে পাবনা জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে আদালত প্রাঙ্গনে সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিউল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মু.আসাদুজ্জামান, অতিরিক্ত ডিআইজি আকবর আলী মুন্সী, জেলা লিগ্যাল এইড আিফসার সিনিয়র সহকারী জজ বেগম পারুল আকতার, যুগ্ম জেলা ও দায়রা জজ তাজউল ইসলাম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সুমাইয়া সরকার, সিনিয়র জেলা জজ আহসান তারেক, নারী ও শিশু নির্যাতন আইন ট্রাইব্যুনালের বিচারক জেলা জজ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি দেওয়ান মজনুল হক, জেলা আইনজীবী সমিতির সম্পাদক আব্দুল আহাদ বাবু, সরকারি কৌসুলি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পাবলিক প্রসিকিউটর আব্দুস সামাদ খান, পাবনা জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ আবু ওবাইদা। সভায় বক্তারা জানান গত এক বছরে পাবনায় পাঁচশত আশি জন অসহায় গরীব মানুষকে বিনামূল্যে আইন সহায়তা দেয়া হয়।