এস এম আলম, ১২ জুন: বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর উদ্যোগে জেলা প্রশাসন পাবনার আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা পাবনা জেলা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন। খেলায় চ্যাম্পিয়ন পুরস্কার গ্রহণ করে দোগাছী স্কুল এন্ড কলেজ পাবনা সদর ও রানার্সআপ পুরস্কার গ্রহণ করেন ডা জহুরুল কামাল ডিগ্রি কলেজ সুজানগর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহিদুল হক মানিক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরিফ আহম্মেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি মাহফুজা সুলতানা, দোগাছী স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আফসিন হোসেন ডেসা, আব্দুর জব্বার সহ বাংলাদেশ সরকার যুব ক্রীড়া মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।