এস এম আলম, ১৮ অক্টোবর: পাবনায় পালিত হয়েছে জাতির জনকের কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস। এ উপলক্ষে সকালে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ দুর্জয় পাবনায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পু¯পাঘ অর্পন করে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন , পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। পরে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ, আলম, কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক ড. মো: জামাল উদ্দিন, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক শিবজিত নাগ সহ স্থানীয় বিশিষ্টজনেরা। পরে শিশুদের নিয়ে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এদের মধ্যে প্রেজেন্টেশন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে স্কয়ার স্কুলের শিক্ষার্থী সৈয়দা জোয়াইরিয়া মেহজাবিন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় পাবনা জেলায় জয় স্মার্ট সার্ভিস সেন্টার এন্ড ইমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টারের উদ্বোধন করেন।