শহর প্রতিনিধি ঃ স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ,শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পাবনা পলিটেকনিক ইন্সটিটিউট এর আয়োজনে পায়রা উড়িয়ে দিনটি সূচনা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান,পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ আতিকুর রহমানসহ শিক্ষাবৃন্দ।