এস এম আলম, ৪ নভেম্বর: পাবনায় পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। এ উপলক্ষে সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে পুলিশ লাইনস অডিটরিয়াম প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সেখানে পুলিশ সুপার আকবর আলী মুনসীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পিবিআই পুলিশ সুপার ফজলে ইলাহী, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের পাবনা জেলা শাখার সভাপতি রেজাউল রহিম লাল, সদর উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌর মেয়র শরীফ প্রধান, প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ^াস রানা, অনলাইন পত্রিকা নতুন চোখ এর প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম রতন সহ পুলিশের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম।