• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনা প্রতিনিধি : পাবনায় জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যর বিরুদ্ধে এবং বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার অব্যাহত রাখতে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকালে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা অবস্থান করে। এরপর দুপুরে দলীয় কার্যালয় থেকে শান্তি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক সমুহ প্রদক্ষিণ করে। শান্তি মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। শান্তি মিছিল চলা কালে শহরে ব্যাপক যান জটের সৃষ্ঠি হয়।
সভায় বক্তারা বলেন, শেখ মুজিবের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য। বর্তমানে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল যা সারা বিশ্বে স্বীকৃত। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে এবং আগামী জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ব্যাপক ষড়যন্ত্র শুরু হয়েছে এ ব্যাপারে দেশ প্রেমিক মানুষকে সচেতন থাকতে হবে। উন্নয়নের প্রতীক শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে।
এসব কর্মসূচীতে অংশগ্রহন করেন পাবনা পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান সুইট, এ্যাড. সাবিত ফয়সাল রিজভী শাওন, রফিকুল ইসলাম রুমন, পাবনা পৌর আওয়ামী লীগ নেতা শাজাহান মামুন,কামরুজ্জামান রকি, শরিফুল ইসলাম পলাশ, হিরোক হোসেন, মেহেদী হাসান এপ্রিল, স্বেচ্ছা সেবক লীগ সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাবেক ছাত্রনেতা আব্দুল্লা আল মামুন, জেলা ছাত্রলীগ সভাপতি মিজানুর রহমান সবুজ, যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. আরেফা খানম শেফালী, পৌর যুব মহিলা লীগের সভাপতি সাদিয়া আফরিন কথা, সদর উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক শায়লা আকতার ইলাসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *