• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পাবনায় আবারও প্রাণ নিলো বালু বোঝাই ট্রাক্টর, দেখার কেউ নেই!

পিপ : পাবনার সুজানগরে বালু বোঝাই ট্রাক্টরের বেপরোয়া চলাচল থামছেই না। আবারও বালু বোঝাই ট্রাক্টরের কারণে আবারও ঝরলো যুবকের প্রাণ। বেপরোয়া গতির বালু বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মো. মাজেদুল (২৬) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। গতকাল রোববার (১৮ জুন) সকালে পাবনা-সুজানগর রোডের সুজানগর পৌর এলাকার পাবনা সদরের চরতারাপুর ও সুজানগর সীমান্ত মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. মাজেদুল কুষ্টিয়া জেলার খোলসা থানার খোদ্দা সদুয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। আহত মিঠুন প্রামাণিক পাবনা সদর উপজেলা দোগাছি ইউনিয়নের চর বলরামপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। সম্পর্কে তারা আত্মীয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাজেদুল পাবনার মিঠুনকে সাথে নিয়ে মোটরসাইকেল যোগে সুজানগর হয়ে কাজিরহাট দিয়ে ফেরিপার হয়ে ঢাকায় যাবার কথা ছিল। সকালে ঢাকা যাবার পথে তাদের মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌছালে ডান পাশ দিয়ে আসা বেপরোয়া গতির একটি বালু বোঝায় ট্রাক্টরের তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হোন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক মাজেদুলকে মৃত ঘোষণা করে।
বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ গিয়ে মোটরসাইকেল উদ্ধার ও ঘাতক ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টর চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, পাবনা সদর ও সুজানগরের একটি রাজনৈতিক প্রভাবশালী চক্র অবাধে পদ্মা নদী থেকে বালু উত্তোলন করছেন। এসব বালু বোঝাই গাড়িগুলো বেশ বেপরোয়া ভাবে চলাচল করে। ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। ওই বালু চক্র এতটাই ক্ষমতাধর যে তাদের কাছে স্থানীয় পুলিশ প্রশাসন অসহায়। ভয়ে সাধারণ মানুষও মুখ খোলেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *