এস এম আলম, ১৫ জুন: পাবনায় সে¦চ্ছাসেবী সংগঠন তুহুরা আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় গরীব মানুষের মধ্যে বিতরন করা হয়েছে শতাধিক ফলজ বৃক্ষ। গতকাল সকালে ফাউন্ডেশনের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এসব গাছ বিতরন করেন মাছরাঙা টেলিভিশনের উত্তরবঙ্গ ব্যুারো প্রধান ও বিশেষ প্রতিনিধি উৎপল মির্জা। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক দেওয়ান মাহবুবের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলা টিভির পাবনা প্রতিনিধি ও অনলাইন ’নতুন চোখ’ পত্রিকার প্রকাশক এস এম আলম সহ প্রতিষ্ঠানের উর্ধ্বত্বন কর্মকর্তারা। এসময় বক্তারা বলেন গাছ মানুষের অর্থ সামাজিক উন্নয়নের পাশপাশি রক্ষা করে পরিবেশের ভারসাম্য।