আনোয়ার হোসেন ॥ গত ১০ জুন ২০২২, পাকশী হাইওয়ে থানা পুলিশ পাবনা সদরের টেবুনিয়া বাযারের পাশে দুধরনের অবৈধ দোকান পাট উচ্ছেদ করেন এবং যে সকল গারি নিয়ম না মেনে রাস্তায় চলাচল করছে তাদের ধরে জরিমানা করছে ও মামলা দিয়েছে। গাড়ির ধরন বুঝে জরিমানা করা হয়। পথচারীরা জীবনের ঝুকি নিয়ে রাস্তায় চলাচল করে, ফুটপাত দখল করে অবৈধ ভাবে দোকানপাট বানিয়ে পথচারিদের চলাচলে অসুবিধার সৃষ্টি করে। এসব কথা মাথায় রেখে পাকশী থানা পুলিশ জনগনের সুবিধার্থে এ অভিযান চালায়। অভিযান অব্যাহত থাকবে, টেবুনিয়াবাসি এজন্য পাকশী থানা পুলিশ কে ধন্যবাদ জানান।