স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পাবনা জেলা
শাখার পক্ষ থেকে পাবনা জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের হাতে
পলিথিনের বিরুদ্ধে পাবনায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার
দাবিতে একটি দরখাস্ত তুলে দেয়া হয় । ১৯ জুলাই বুধবার বেলা সাড়ে ১০
টার সময় বাপা নেতৃবৃন্দ জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে বলেন পাবনা
শহর গ্রাম-গঞ্জের সব হাটে-বাজারে, দোকানপাটে সর্বত্রই ভয়াবহ ভাবে
পলিথিনের ব্যবহার বেড়ে গেছে। এই পলিথিন প্রতিনিয়ত আমাদের
পরিবেশ প্রকৃতিতে দূষণ ঘটাচ্ছে। এই পলিথিন কখনও পচে না, অবিরত
মাটি দূষণ করে ও মাটিতে উৎপাদিত শাক- সবজি ও খাদ্যকনার মধ্য দিয়ে
বিভিন্ন ধাপে ধাপে আবার মানব শরীরে প্রবেশ করে মারাত্মক রোগ
ব্যাধির সৃষ্টি করছে। তারা উল্লেখ করেন, পরিবেশ দূষণের কারনে প্রতিবছর
বাংলাদেশে প্রায় দুই লাখ লোক মারা যায়।
জুলাই মাসটি প্লাস্টিক (পলিথিন) মুক্ত মাস হিসেবে পালিত হচ্ছে
সারা বিশ্বে। আবেদন পত্রে তারা উল্লেখ করেন, ২০০২ সালে বাংলাদেশ
পরিবেশ সংরক্ষন আইন – ১৯৯৫- এর সংশোধনের পরিপ্রেক্ষিতে পলিথিন
ব্যাগ উৎপাদন, ব্যবহার, বিপণন এবং পরিবহন নিষিদ্ধ ঘোষণা করা হয়।
আইনের ২৫ ধারায় বলা হয়, যদি কোন ব্যক্তি নিষিদ্ধ পলিথিন সামগ্রী
উৎপাদন করে, তাহলে ১০ বছরের কারাদন্ড বা ১০ লাখ টাকা জরিমানা,
এমনকি উভয় দন্ডে দন্ডিত হতে পারেন। সেই সঙ্গে পলিথিন বাজারজাত
করলে ৬ মাসের জেলসহ ১০ হাজার টাকা জরিমানার বিধান রয়েছে। কিন্তু
তা যথাযথ প্রয়োগের অভাবে বাস্তবায়িত হয়নি। এক্ষেত্রে বাপা নেতৃবৃন্দ
পাবনা জেলা প্রশাসকের কাছে জোরালো দাবি জানান নিয়মিত
মোবাইল কোর্ট পরিচলনা করে পরিবেশ বিপর্যয়ের হাত থেকে
জনমানুষকে সুরক্ষা করতে।
জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বাপা নেতৃবৃন্দের কথা মনযোগ
দিয়ে শোনেন ও তাৎক্ষনিকভাবে পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল
কোর্ট পরিচালনার নির্দেশ দেন ম্যাজিস্ট্রেটদের।