• Wed. Dec 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পদ্মা সেতুর বিরুদ্ধে ষড়যন্ত্রে বিএনপি যুক্ত তা প্রমাণিত

ডেস্ক নিউজ ॥ পদ্মা সেতু হওয়াতে বিএনপি নেতারা খুশি হননি, সেটিই তারা প্রমাণ করেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল রোববার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, পদ্মাসেতু উদ্বোধন হওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র অভিনন্দন জানিয়েছে। প্রতিবেশী ভারত অভিনন্দন জানিয়েছে। পাকিস্তানও অভিনন্দন জানিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিএনপি অভিনন্দন জানাতে পারেনি। বিএনপি প্রমাণ করেছে, এই পদ্মাসেতু হওয়াতে সারাদেশের প্রতিটি মানুষ উল-সিত, আনন্দিত হলেও, সমস্ত বাঙালি বাংলাদেশীরা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আনন্দিত হলেও বিএনপি নেতারা খুশি হননি। বিএনপি অভিনন্দন জানাতে ব্যর্থ হয়ে প্রমাণ করেছে পদ্মাসেতুর বিরুদ্ধে তারা যে ষড়যন্ত্র করেছিলো, সেটি সঠিক বলে তারা স্বীকার করে নিয়েছে। এরপরও এই পদ্মাসেতু সবার জন্য নির্মিত। প্রধানমন্ত্রী সবার জন্য নির্মাণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *