• Tue. Oct 8th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের গুজব

ডেস্ক নিউজ ॥ সম্প্রতি, “বিশেষ ঘোষণাঃ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের নির্দেশ এবং সেই সাথে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের টাকার সাথে ফান্ড থেকে আরো টাকা যোগ করে ফায়ার সার্ভিসের জন্য অতিদ্রুত ৪ টি ফায়ার ফাইটিং হেলিকপ্টার ক্রয়ের নির্দেশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার” শীর্ষক শিরোনামে একটি তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পরেছে।
ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। পোস্টগুলোর আর্কাইভ ভার্সন দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
অনুসন্ধানে দেখা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ধরণের কোনো নির্দেশনার সত্যতা পাওয়া যায় নি বরং কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড´াই উক্ত বিষয়টি ফেসবুকে প্রচার করা হচ্ছে।
মূলত, গত ৪ জুন শনিবার রাত ৯টার দিকে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটারের মতো দূরে সীতাকুন্ডের কদমরসুল এলাকায় বিএম ডিপো নামের একটি কন্টেইনার টার্মিনালে শুরুতে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডের ৪০মিনিট পর ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে এবং পরপর বেশ কয়েকটি বিস্ফোরণ হয়। সীতাকুন্ডের এই অগ্নিকান্ডে এবং বিস্ফোরণে সর্বশেষ পাওয়া তথ্যমতে ৪৯ জন নিহত হয়েছে। উক্ত অগ্নিকান্ডের ঘটনাকে কেন্দ্র করে কোনো প্রকার নির্ভরযোগ্য তথ্যসূত্র ছাড´াই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্ভোধনী অনুষ্ঠান স্থগিতের নির্দেশনা দিয়েছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে।
তাছাড´া, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান স্থগিতের নির্দেশ দিয়েছেন এমন কোনো তথ্য কোনো গণমাধ্যমে প্রকাশিত হয় নি।
অন্যদিকে, সীতাকুন্ডে অগ্নিকান্ডের ঘটনা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন এবং হতাহতদের সুচিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *