সংবাদদাতা ॥ পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ প্রশাসক রেজাউল রহিম লাল বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা, সমৃদ্ধ, উন্নয়ন ও শান্তির দল। আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে যা সারাবিশ^ স্বীকৃত। নৌকা বাংলার মানুষের আস্থার প্রতীক, এই প্রতীকে ভোট দিয়ে বাংলার মানুষ স্বাধীনতা উন্নয়ন সমৃদ্ধ শান্তি পেয়েছে। ভাড়ারা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সাবেক চেয়ারম্যান আবু সাইদ খান কে নৌকা প্রতীক দিয়েছে। সাইদের সাথে চলার পথে হয়ত আপনাদের ভুল ভ্রান্তি হতে পারে সেসব বিষয় ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখে আসন্ন নির্বাচনে নৌকা মার্কা ভোট দিয়ে উন্নয়ন ও শান্তি পক্ষে থাকুন। গতকাল রবিবার সকালে ভাড়ারা ইউনিয়নের চরবলরামপুর হাইস্কুল মাঠে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রার্থী আবু সাইদ খান এর নির্বাচনী জসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের (৭,৮,৯) সভাপতি মো. নাদের প্রামানিক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. আবু সাইদ খান, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ফিরোজ আলী সহ স্থানীয় আওয়ামী লীনের নেতৃবৃন্দ ও প্রধানগণ।