বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা -৫ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স বলেছেন,নৌকায় ভোট দিলেই দেশের মানুষ শান্তিতে থাকতে পারে, দেশে উন্নয়ন হয়। নৌকার ওপর ভরসা রাখতে হবে। কারণ এই আওয়ামী লীগের নৌকা বিজয়ী হলে বাংলাদেশের উন্নয়ন হবে।
শুক্রবার সন্ধ্যায় দোগাছি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত পাবনা -৫ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক প্রিন্স বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পাবনায় ব্যাপক উন্নয়ন করেছে। পাবনার মানুষ যেটা কোন দিন কল্পনাই করে নাই সেটাও করে দি দিয়েছে প্রধানমন্ত্রী। তাই নৌকা বিজয়ের বিকল্প নেই।
জনসভায় ওয়ার্ড কমিশনার শহিদুল শেখ এর সভাপতিত্বে আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু, পৌর সভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম, উপ দপ্তর সম্পাদক রিজভী শাওন,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, সহ-সভাপতি এনায়েত হোসেন দুলাল,দোগাছি ইউনিয়নের চেয়ারম্যান আলী হাসান, বিশিষ্ট শিল্পপতি ও রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা,বিশিষ্ট কবি আলতাফ কবিরাজ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মিজানুর রহমান
পাবনা প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২৩