• Fri. Oct 11th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

নুপুর শর্মার পক্ষে ফেসবুক পোস্ট করায় পাবনায় কলেজ ছাত্র গ্রেপ্তার

শহর প্রতিনিধি ॥ পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ এর ২০২০-২১ শিক্ষা বর্ষের একজন হিন্দু শিক্ষার্থী অর্থাৎ ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থী বিশাল সাহা (বাড়িঃ পাবনা শালগাড়িয়া, গোডাউন পাড়া, একতা মাঠের সামনে। পিতাঃ (অন্তর ঘোষ) গত ১৩ই জুন রাতে ভারতে মহানবী (সা:) কে নিয়ে কটাক্ষকারি বিজেপি নেত্রী নুপুর শর্মা এর পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন। এই পোস্টে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোকে গালিগালাজ করেন। তার মূল উদ্দেশ্য ছিল সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পাবনাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো। সে পোস্টে ইসলামবিরোধী নানা ধরনের কথাও বলেন।
পরবর্তীতে পাবনার ক্ষুব্ধ ছাত্র সমাজ এবং জনতা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানালে তারা পর্যাপ্ত ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি দেয় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মুহিবুল ইসলাম খান-বিপিএম জানান, ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে,আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে ,এবং আরো বলেন সামাজিক যোগাযোগমাধ্যমে সকল প্রকার উস্কানীমূলক পোস্ট করা থেকে বিরত থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *