• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

নিরাপত্তাহীনতায় ভুগছেনিহত মতিনের পরিবারসাঁথিয়ায় স্ত্রীর সংবাদ সম্মেলন

২০-০৮-২০২৩

সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি :পাবনার সাঁথিয়ায় চাঞ্চল্যকর মতিন হত্যার প্রকৃত খুনিদের বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন নিহত মতিনের স্ত্রী আজিরন খাতুন।রোববার (২০আগষ্ট)দুপুর সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন নিহত মতিনর স্ত্রীর পক্ষে তার বড় মেয়ে সবিতা খাতুন লিখিত বক্তব্য বলেন,আমার স্বামীকে গত বছরের ৪জুন নাগডেমরা ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুর রহমান ও তার লোকজন পরিকল্পিতভাব হত্যা করে। আমরা এই হত্যা কান্ডের বিচার চাই।সংবাদ সম্মলনে উপস্হিত নিহত মতিনের ছোট মেয়ে নাসরিন আক্তার(১৮) বলেন,পিতা হত্যার বিচার চাওয়ায় আমাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

উল্লখ্য,এর আগ গত ২৯জুলাই/২৩ একই হত্যাকান্ডর বিষয় মতিনের স্ত্রীসহ পরিবারের সদস্যরা সাঁথিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মলেন করেন।সেখান তিনি অভিযোগ করেন নাগডেমরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ ও তার ছোট ভাই আমার স্বামীকে হত্যা করছে এবং ঘটনা ধামাচাপা দিতে নানা নাটক সাজিয়েছেন বলে অভিযোগ করেন। তারা আমার পরিবারকে বিভিন সময় ভয়ভীতি ও হুমকি ধামকি দিচ্ছেন। অভিযোগ আরো বলেন আমার স্বামী হত্যার প্রকৃত খুনিদের আড়াল করার চেষ্টা করছেন মামলার বর্তমান তদন্তকারী কর্মকর্তা।
সংবাদ সম্মলন উপস্হিত ছিলেন,নিহত মতিনের স্ত্রী আজিরন খাতুন,মেয়ে সবিতা খাতুন, নাসরিন আক্তার,আশা মনি ও মেয়ে জামাই আশরাফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *