• Fri. Oct 4th, 2024

দৈনিক পাবনার আলো, মাহফুজ আলী কাদেরী কর্তৃক সম্পাদিত

#pabnaralo#, pabna# pabnanews# পাবনারআলো# পাবনার_আলো#পাবনারখবর#পাবনারবার্তা

নাশকতা ও ভাঙচুরের মামলায় ছাত্রদল নেতা গালিব গ্রেফতার 

পাবনায় নাশকতা ও ভাংচুরের মামলায় পাবনা পৌর ছাত্রদল নেতা মোঃ গালিব হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে শহরের মহিষেডিপু রাজা বটতলা এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১৯ নভেম্বর পাবনায় বিএনপির  হরতাল কর্মসুচিতে শহরের বড় বাজারে মালবাহী ট্রাক ও পিকআপ ভ্যান ভাঙচুর ককটেল বিস্ফোরণ এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাস ভাঙচুরের ঘটনায় বিএনপি ও অঙ্গসংগঠনের ১৪ জন নেতার বিরুদ্ধে মামলা হয়। মামলার আসামি ছিলেন পাবনা পৌর ছাত্রদল নেতা মোঃ গালিব হোসেন। আজ বৃহস্পতিবার গ্রেফতারের আগে পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় ইট পাটকেল ছোড়াছুড়ি করে বিএনপির নেতাকর্মীরা, পরে ছাত্রদল নেতা গালিব হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদন্নবী স্বপন বলেন, সকালে অবরোধ সমর্থনে মিছিল করার পর নেতাকর্মীদের নিয়ে এলাকায় অবস্থান করছিলাম। হটাৎ ডিবি পুলিশ ও পুলিশ যৌথ অভিযান চালায় রাজাবটতলা এলাকায়। এ সময় আমাদের বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোঁড়াছুড়ি হয়। পরে মিথ্যা ও ভুয়া মামলায় পৌর ছাত্রদল নেতা গালিবকে গ্রেফতার করে পুলিশ। এক তরফা নির্বাচন ফাঁকা ফিল্ডে করতে গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী সরকারের নির্দেশে বাঁধা দিচ্ছে পুলিশ। একটি সভ্য রাষ্ট্রে পুলিশের এমন নির্যাতন গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলম বলেন, কোন প্রকার সংঘর্ষের ঘটনা ঘটেনি। বিএনপির মিছিল শেষে আসামিকে গ্রেফতার করা হয়েছে। আইননুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *